স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সৃষ্ট চলমান প্রেক্ষাপট ও বিরাজমান পরিস্থিতিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর ২-২৫) বেলা ১১টায় মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে এই সভা হয়।
মাটিরাঙা উপজেলা নির্ববাহী কর্মকর্ত নার্গিস সুলতানার সভাপতিত্বে, সহকারী কমিশনার (ভূমি ) খাদিজা তাহিরা,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য জয়া ত্রিপুরা,সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল ) মো:ওয়জেদ আলী বিএনপি প্রতিনিধি বদিউল আলম বদি এতে উপস্থিত ছিলেন।
এতে শাহজালাল কাজল,জামায়াত ইসলাম প্রতিনিধি মাওলানা আব্দুল জলিল,ইসলাম ধর্মীয় মাওলানা হারুন অর রশিদ,হেডম্যান প্রতিনিধি ত্রিদেব নারায়ন ত্রিপুরা, মারমা প্রতিনিধি মংসাই থোয়াই মারমা ও অংফ্রু চৌধুরী, ত্রিপুরা প্রতিনিধি নারায়ন ত্রিপুরা,চাকমা প্রতিনিধি সুলিল চাকমা, খ্রীষ্টান প্রতিনিধি বিরো মহন ত্রিপুরা, প্রমুখ বক্তব্য রাখেন।
মাটিরাঙ্গায় শান্তি, সহাবস্থান ,সকল ধর্ম, জাতি ও সম্প্রদায়ের মানুষকে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতিতে শান্তি ও সৌহার্দ্যের পথে এগিয়ে নিতে মানবিক মূল্যবোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নার্গিস সুলতানা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক বা অন্য কোন গুজবে কান দিবেন্না।
কোথাও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে সাথে সাথে প্রশাসনকে অবহিত করুন। এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে ও গুজব রোধ সকল সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় খাড়াছড়ি জেলা বিএনপি সহ সভাপতি আবু ইউসুপ চৌধুরী,নাছির আহাম্মদ চৌধুরী,মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম,মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল ও উপজেলায় বসবাসরত সকল সম্প্রদায়ের নেতৃবৃন্দ গণ উপস্থিত ছিলেন।