স্টাফ রিপোর্টার:: প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় তবলছড়ি চত্বরে ফিরে সংক্ষিপ্ত সমাবেশে হয়।
মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙ্গা পৌর শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ জালাল উদ্দীন প্রমুখ ছাড়াও সমাবেশে উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পিআর পদ্ধতি নির্বাচনের দাবি মেনে নেয়া সহ দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক সংকট নিরসনে ইসলামভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
তারা আরও বলেন, জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। একই সাথে খাগড়াছড়িতে ধর্ষকের বিচারের নামে সেনাবাহিনীর গাড়ি বহরে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তারা।