৩দিনের কর্মসূচী ঘোষণা: এক যুবক আটক।
স্টাফ রিপাের্টার:: আবারো একস্কুল শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে খাগড়াছড়িতে। সে ক্ষোভ আর বিচারের দাবী গড়িয়েছে রাজপথে। খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় ৮ম শ্রেণির এক পাহাড়ি ছাত্রী দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবী উত্তাল হয়ে উঠেছে খাগড়াছড়ি।
এ ঘটনায় বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। স্কুল ছাত্রীকে গণধর্ষনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ থেকে বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধের ডাক দেয় পাহাড়ি শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাতে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় দলবব্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শয়ন শীল নামে একজনকে আটক করা হয়েছে।
বুধবার সকালে সিঙ্গিনালা এলাকা থেকে সেনাবাহিনীর সদর জোনের সহযোগীতায় তাকে আটক করে পুলিশ। আটককৃত শয়ন শীল সিঙ্গিনালার বাপ্পী শীলের ছেলে।
জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বুধবার সকালে ১১টায় খাগড়াছড়ি সরকারি কলেজ এর গেইট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে শহরের মুক্তমঞ্চে উক্যেনু মারমার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশ থেকে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে আগামীকাল ভোর ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধ এবং ২৫ ও ২৬ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বর্জনের ডাক দেয়া হয়। একই সাথে ২৬ তারিখ পার্বত্য চট্টগ্রামে নারী নিপিড়নের প্রতিবাদে খাগড়াছড়িতে মহা সমাবেশের ঘোষনা দেয় সংগঠনটি।
সমাবেশে শিক্ষার্থী প্রতিনিধি উক্যনু মারমা, সুমন চাকমা, আকাশ ত্রিপুরা ও কৃপায়ন ত্রিপুরা বক্তব্য রাখেন। সমাবেশে অভিযোগ করা হয়, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে গতকাল রাতে গণধর্ষন করা হয়। পাহাড়ে বিচারহীনতার কারনে নারী ধর্ষণ চলমান রয়েছে বলে অভিযোগ আনেন।