মো: সোহেল রানা:: খাগড়াছড়ি জেলায় আস্থা প্রকল্প নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় আস্থা প্রকল্পের আয়োজনে তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে আশীষ হল রুমে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক অভিজ্ঞতা বিনিময় সভা সভাপতিত্ব করেন জান-ই-আলম।
আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মি ধনেশ্বর দেওয়ান সঞ্চালনায়এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মি. রিপন চাকমা, খাগড়াছড়ি নাগরিক প্লাটফর্ম (সিভিক)র যুগ্ম আহ্বায়ক মিজ তৃণা চাকমা, ধীমান খ্রিসা, সাংবাদিক রূপায়ন তালুকদার, সাংবাদিক মো: সোহেল রানাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বিগত এক বছরের প্রকল্পের কার্যক্রমের উপর পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন তুলে ধরেন প্রকল্পের মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার, মিহির কান্তি ত্রিপুরা। এছাড়া সভায় বিভিন্ন উপজেলা থেকে ইয়ুথ গ্রুপের আহ্বায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।