সব
facebook raytahost.com
ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ | Protidiner Khagrachari

ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি:: খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় ৮ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বেলা ২:৩০টার সময় হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ এবং নারীর সম্ভ্রম ও সামাজিক সুরক্ষা কমিটির ব্যানারে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি স্বনির্ভর থেকে শুরু করে জেলা পরিষদ, নারাঙহিয়া রেডস্কোয়ার হয়ে উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে আবার স্বনির্ভরে এসে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের ওপর সমাবেশ করা হয়। এতে উক্ত সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ানের সভাপতিত্বে ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন নারীর সম্ভ্রম ও সামাজিক সুরক্ষা কমিটির সদস্য সচিব উর্মি চাকমা এবং সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা।

সমাবেশে সভাপতিত্ব বক্তব্যে কণিকা দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারী ধর্ষণের শিকার হলে ঘটনাকে ধামাচাপায় বিভিন্ন মহল থেকে নানা অপতৎপরতা চালানো হয়। পার্বত্য চট্টগ্রামে বাঙালি কর্তৃক পাহাড়ি নারী ধর্ষণ হলেও পাহাড়ি কর্তৃক এ যাবত কোন বাঙালি নারী ধর্ষণের কোন নজির নেই।

পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পেছনে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বক্তারা বলেন, পাহাড়ে শান্তি সম্প্রীতির বিনষ্টের মূলহোতারা পাহাড়ে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট ষড়যন্ত্র বাস্তবায়ন করছে।

তিনি আরো বলেন, ভাইবোনছড়ায় ৮ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীরা যখন রাস্তায় নামে তখন তাদের ওপর হামলা চালায় ও লাঠিচার্জ করে। এতে স্পষ্ট হয় পাহাড়ে কারা ধর্ষকদের রক্ষায় তৎপর রয়েছে। তিনি ধর্ষণসহ অন্যায় দমন-পীড়নের বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াই-সংগ্রাম জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, বৃহত্তর আন্দোলনের মাধ্যমে শাসকগোষ্ঠির সকল ষড়যন্ত্র ভেস্তে দিতে হবে।

সমাবেশ থেকে তিনি অবিলম্বে সিঙ্গিনালায় ষ্কুলছাত্রীকে ধর্ষণে জড়িত সকল ধর্ষকদের গ্রেফতারপূর্বক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তিনি ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের দ্রুত শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতার ঘোষিত বৃহস্পতিবারের আধাবেলা সড়ক অবরোধের প্রতি পূর্ণ সমর্থন জানান।

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে বক্তারা বলেন, এসব ধর্ষকদের যদি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেয়া না হয় তাহলে তারা পরবর্তীতে আরো ধর্ষণ করবে। পার্বত্য চট্টগ্রামে গতকালকের ধষণের ঘটনা নতুন নয়। বিচারহীনতার কারণে প্রতিনিয়ত এ ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি না হওয়ার কারণে ধর্ষকরা পার পেয়ে যায়।

তিনি অবিলম্বে ধর্ষকদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য নারীদের প্রতি আহ্বান জানান। হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পদক রিতা চাকমা এক বার্তায় এই আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ

ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবী

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবী

খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান নিয়ে কর্মশালা

খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান নিয়ে কর্মশালা

খাগড়াছড়ি নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক অভিজ্ঞতা বিনিময় সভা

খাগড়াছড়ি নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক অভিজ্ঞতা বিনিময় সভা

মানিকছড়ি বিএনপি’র কর্ণধার হাবিব-মীর হোসেন

মানিকছড়ি বিএনপি’র কর্ণধার হাবিব-মীর হোসেন

বৃহস্পতিবার খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ

বৃহস্পতিবার খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com