ডেস্ক রিপাের্ট:: হিন্দু,মুসলিম, বৌদ্ধ,খ্রিস্টান,চাকমা,মারমাসহ যেসকল সম্প্রদায় এদেশে জন্ম গ্রহণ করেছেন তারা দেশের সম্মানিত নাগরিক। ধর্মের ভিত্তিতে কোন ধরনের বিভাজন দেখতে চায়না জামায়াত। সকল নাগরিক সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে সমান অধিকার ভোগ করবে।
শনিবার(২২ নভেম্বর ২০২৪) দুপুরে ঘটিকায় খাগড়াছড়ির রামগড় শিল্পী কমিনিউটি সেন্টারে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান। জামায়াত দূর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র দেখতে চায়।
তিনি আরো বলেন, জামায়াতের দুজন মন্ত্রী ছিলো যাদের বিরুদ্ধে এক টাকার দূর্নীতির অভিযোগ কেউ প্রমাণ করতে পারেনাই, তারা সরকারি প্রকল্প বাস্তবায়নের পর উদ্বৃত্ত টাকা রাষ্ট্রিয় কোষাগারে জমা দেওয়ার মাধ্যমে প্রমাণ করেছেন জামায়াতের পক্ষ্যেই সম্ভব দূর্নীতিমুক্ত বাংলাদেশ পরিচালনা করা সম্ভব।
ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকার সর্ব ক্ষেত্রে লুটপাট করে দেশকে একটি তলাবিহীন জুড়িতে পরিণত করেছে। দেশের মানুষ বিগত ১৬ বছরের আওয়ামী দু:শাসনের বিচার চায়।
রামগড় উপজেলা জামায়াতের আমীর মো: ফয়জুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী আনোয়ার হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, খাগড়াছড়ি জেলা জামায়েতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।
খাগড়াছড়ি জেলা ছাত্র শিবিরের সভাপতি মাঈন উদ্দিন, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ডা: জামশেদ আলম, সাবেক ছাত্র নেতা ওমর ফারুক সুজন, ১নং রামগড় ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: ইসমাইল হোসাইন প্রমূখ।