প্রতিনিধি,খাগড়াছড়ি:: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়স্থ ডিজিটাল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জাবালে নূর গার্লস মাদরাসার ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ও নবগঠিত রামগড় শিক্ষা উন্নয়ন পরিষদ এবং জাবালে নূর গার্লস মাদরাসা পরিচালনা কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৪) সকালে মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাবালে নূর গার্লস মাদরাসার প্রিন্সিপাল মাওলানা একেএম আব্দুস সালাম নিজামীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন।
মাদরাসা পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন, জাবালে নূর গালর্স মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট সরওয়ার হোসেন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. জয়নুল আবেদীন প্রমুখ।
এদিন শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের পর নবগঠিত রামগড় শিক্ষা উন্নয়ন পরিষদ ও মাদরাসা পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।