মো: সোহেল রানা:: এসো হে বৈশাখ গানের তালে তালে নববর্ষকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রার বের করা হয়েছে। খাগড়াছড়ি দীঘিনালা প্রশাসনে আয়োজনে বাংলা ১৪৩২ নতুন বছর বরন করে নেয়া হয়েছে।
সোমবার(১৪ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ৮টায় দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর এর সমান থেকে আনন্দ শোভাযাত্রাটি বের করা হয় এতে অংশ নেয় দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুনুর রশীদ।
এতে দীঘিনালা থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো: জাকারিয়া,দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা,প্রকৌশলী মো: ফজলুল হক, দীঘিনালা উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামী সভাপতি মো: হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, নলেজ চাকমা জ্ঞান, মিনা চাকমাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
আনন্দ শোভাযাত্রটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরের এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমীর শিল্পীগোষ্ঠি, স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা অনুষ্ঠিত হয়।