সব
facebook raytahost.com
অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত | Protidiner Khagrachari

অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত

অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত

পাঁচ শিক্ষার্থী উদ্ধার না হওয়ায় উদ্বেগ্ন পরিবার

স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীসহ ছয়জন তিন দিনেও অপহৃত ৫ শিক্ষার্থী উদ্ধার না হওয়ায় উদ্বেগ বেড়েছে অপহৃতদের পরিবারের মাঝে। এ ঘটনায় অপহরণের ঘটনার তিনদিন পরও অপহৃতদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে যৌথবাহিনী। খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর অভিযান তৎপরতা দেখা যায়।

শুক্রবার সকালে খাগড়াছড়ির মধুপুর,নোয়াপাড়া,পানখাইয়াপাড়াসহ আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশী করতে দেখা গেছে। খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। সে সাথে বিভিন্ন সড়কে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

অপহৃত চবি’র নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমার মা ভারতী চাকমা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সন্তানকে ফেরত চেয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন-“প্লিজ কারো মায়ের বুক খালি না করে দোষ থাকলে, উপযুক্ত শাস্তি দিন তবুও সন্তান হারানোর বেদনা যেন কারো বুকে না লাগে। আমি হাত জোর করছি, ফিরিয়ে দিন আমাদের সন্তানদের।’

বৈসাবি উৎসব শেষে ফেরার পথে গত মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) সকালে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের গিরিফুল এলাকা থেকে সন্তু লারমা সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য চবি শাখার রিশান চাকমাসহ ৫ শিক্ষার্থীসহ ৬ জনকে অপহরণ করা হয়। রিশান চাকমা চবি’র আন্তজাতিক সর্ম্পক বিভাগের শিক্ষার্থী।

অপর অপহৃতরা হচ্ছে, চবির চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো ও চারুকলা বিভিগের অলড্রিন ত্রিপুরা। তারা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-৩৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অপহরণের জন্য ইউপিডিএফ (প্রসীত)-কে দায়ী করলে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের (প্রসীত খীসা নেতৃত্বাধীন) এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা।

সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি নিপুন ত্রিপুরা এক বিবৃতিতে রিশান চাকমাকে তাদের ছাত্র সংগঠনের চবি শাখার সদস্য দাবি করে বলেন, তারা গতকাল (মঙ্গলবার) রাঙামাটির বাঘাইছড়িতে সৈবাবি উৎসব শেষ করে খাগড়াছড়ি হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেরার কথা ছিল।

কিন্ত বাসে টিকিট না পাওয়ায় মঙ্গলবার রাতে সদর উপজেলার কুকিছড়া এলাকায় মৈত্রীময় চাকমার এক আত্মীয়ের বাড়িতে রাতযাপন করেছিল। সকাল ৭টার গাড়িতে তাদের চট্টগ্রামে ফেরার কথা। কিন্ত গিরিফুল এলাকা থেকে তাদের জোরপূর্বক তুলে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের বহনকারী টমটম চালককেও অপহরণের অভিযোগ উঠে।

আপনার মতামত লিখুন :

পাহাড় কাটায় ২ লাখ টাকা জরিমানা

পাহাড় কাটায় ২ লাখ টাকা জরিমানা

দীঘিনালায় বর্নাঢ্য আয়োজনে বর্ষবরণ

দীঘিনালায় বর্নাঢ্য আয়োজনে বর্ষবরণ

বিপন্ন গন্ধগোকুল বনে অবমুক্ত

বিপন্ন গন্ধগোকুল বনে অবমুক্ত

দীঘিনালায় দেড় শতাধিক পরিবারকে ঈদ উপহার সেনাবাহিনীর

দীঘিনালায় দেড় শতাধিক পরিবারকে ঈদ উপহার সেনাবাহিনীর

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থল পরিদর্শনে পাজেপ চেয়ারম্যান

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থল পরিদর্শনে পাজেপ চেয়ারম্যান

স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধা জ্ঞাপন

স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধা জ্ঞাপন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com