স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির পানছড়ির লতিবানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী হত্যার ঘটনায় পানছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিহত সিজন চাকমার স্ত্রী টুপি চাকমা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ২০-২৫ জনকে অজ্ঞাত ব্যাক্তিকে আসামি করা হয়েছে।
নিহত তিন ইউপিডিএফ কর্মীর দুপুরে পরিবারগুলোর পক্ষে ভাইবোনছড়া ইউপি সদস্য জয় রাম চাকমা ময়না তদন্ত শেষে আনুষ্ঠানিক ভাবে মৃতদেহ বুঝে নেন। পরে নিহতের দাহ করা হয় বলে সূত্র জানায়।
বুধবার (৩০ অক্টোবর) খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়ায় ইউপিডিএফ (প্রসিতপন্থী) গ্রুপের তিন সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতরা হলেন- সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা নিহত হয়। এ ঘটনার জন্য ইউপিডিএফ প্রতিপক্ষ মুখোশধারী সন্ত্রাসীদের দায়ী করেছে।