সব
facebook raytahost.com
ক্ষত-বিক্ষত চিহ্ন বয়ে বেড়োচ্ছে ঘটনাস্থল | Protidiner Khagrachari

ক্ষত-বিক্ষত চিহ্ন বয়ে বেড়োচ্ছে ঘটনাস্থল

ক্ষত-বিক্ষত চিহ্ন বয়ে বেড়োচ্ছে ঘটনাস্থল

#অবরোধ শিথিলেও ছাড়ছেনা দুরপাল্লার যানবাহন # কাটেনি শঙ্কা-আতঙ্ক# হাহাকার ক্ষতিগ্রস্তদের# এখনও থমথমে খাগড়াছড়ি ও গুইমারা # বহাল ১৪৪ ধারা # শতর্ক প্রশাসন টহল চলমান# নজরদারী চেক পোস্ট প্রশাসনের# জনভোগান্তির অন্তনেই #

আল-মামুন:: খাগড়াছড়ি ও গুইমারায় ক্ষত-বিক্ষত ঘটনাস্থল বয়ে বেড়াচ্ছে ক্ষতচিহ্ন। মাথা গোজার ঠাঁই হারানো পরিবারগুলো শেষ সম্ভলটুকু হারিয়ে হাহাকার করছে। ক্ষতিগ্রস্তদের সব কিছু হারানোর পরও প্রশ্ন একটাই কি ছিলো আমাদের অপরাধ? ফলে দ্বন্দ্ব-সংঘাতের পর এবার স্থানীয়দের মধ্যে অবিশ্বাস আর আতঙ্ক কাটছেইনা।

অনির্দিষ্টকালের জন্য অবরোধ আন্দোলনরত জুম্ম ছাত্র-জনতা শিথিল কথা চিন্তা করে মঙ্গলবার খাগড়াছড়ি থেকে কোন দুরপাল্লার গাড়ি ছেড়ে যেতে দেখা যায়নি। আশঙ্কা আর জননিরাপত্তার কথা বিবেচনায় খাগড়াছড়ি থেকে গাড়ি ছেড়ে না গেলেও খাগড়াছড়ি শহর কেন্দ্রীয় ব্যাটারী চালিত টমটম চলতে দেখা গেছে। এদিকে পূর্বে অবরোধ খাগড়াছড়ি জেলায় সিমাবন্ধ থাকলেও পরবর্তীতে তা তিন পার্বত্য জেলায় বৃদ্ধি করে আন্দোলনকারীরা।

সংঘাতের পর থেকে ১৪৪ ধারা জারিসহ শতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। মাঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ,সেনাবাহিনী,র‌্যাব,বিজিবি,আর্ম পুলিশ কাজ করছে। খাগড়াছড়ি ও গুইমারার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ,সেনাবাহিনীসহ প্রশাসনের অবস্থান ছিলো লক্ষ করার মত। খাগড়াছড়ি জেলা প্রশাসন গুইমারার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে ছুটে গেছেন গুইমারার রামসু বাজারে। সাথে ছিলেন, খাগড়াছড়ি পুলিশ সুপার,জেলা পরিষদ চেয়ারম্যান ও গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

অন্যদিকে- নাম পরিচয় শনাক্ত হয়েছে গুইমারায় সংঘাতে নিহত ৩ জনের। তারা হলেন, গুইমারার বটতলা পাড়ার বাসিন্দা হ্লাচাই মারমার ছেলে থোয়াইচিং মারমা (২৫), সাইংগুলি পাড়ার বাসিন্দা আপ্রু মারমা ছেলে আখ্র মারমা (২৪) ও গুইমারার হাফছড়ি গ্রাম লিচু বাগানের বাসিন্দা থোয়াইহ্লাঅং মারমার ছেলে আথুইপ্রু মারমা (২)।

নিহতদের লাশ ময়না তদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। সোমবার রাতে পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে খাগড়াছড়ি থেকে গুইমারায় নিহতের স্বজনদের কাছে পৌঁছে দেয়া হয়। ময়না তদন্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন,খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) রিপল বাপ্পি চাকমা।

সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টা থেকে খাগড়াছড়ি চট্টগ্রাম-ঢাকা সড়কে শিথিল করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য ডাকা সড়ক অবরোধ। জুম্ম ছাত্র-জনতা নিজস্ব পেইজ থেকে এ ঘোষনা দেয়া হয়।

খাগড়াছড়িতে অষ্টম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সকাল-সন্ধ্যা অবরোধের মধ্যেই শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুর সংঘর্ষে রণক্ষেত্রে হয় খাগড়াছড়ি। সেদিন দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে খাগড়াছড়ি জেলা প্রশাসন।

পর দিন রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) ১৪৪ ধারার মধ্যে উপজেলার খাদ্য গুদাম সংলগ্ন রামসু বাজারের মুখে আগুন জ্বালিয়ে পিকেটিং করাকে কেন্দ্র করে সেনাবাহিনীর সাথে পাহাড়িদের সংঘর্ষ এবং পরে তা স্থানীয় বাঙ্গালীদের সাথে সংঘাতে জড়ায় এবং হতাহতের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে গুলিতে তিন যুবক (মারমা সম্প্রদায়ের) পাহাড়ি নিহত হয়। আহত হয় ১৩ সেনা সদস্য এবং গুইমারা থানার ওসিসহ ৩ পুলিশ সদস্য। সংঘাত চলাকালে গুইমারার রামসু বাজারে অগ্নিসংযোগের ঘটনায় আরো উত্তাপ ছড়ায় পাহাড়ে। জ্বালিয়ে দেয়া হয় রামসু বাজারে পাহাড়ি-বাঙালীদের অসংখ্য বাড়ি,ব্যবসা প্রতিষ্ঠান,সরকারি প্রতিষ্ঠান ও ব্যবহৃত মোটর সাইকেল।

এ নিয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানিয়েছে গুইমারা থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি- মো: এনামুল হক চৌধুরী। তবে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান। প্রশাসন সম্মিলিতভাবে শর্তক আছে বলেও তিনি জানান। খাগড়াছড়ি জেলা সদর ও গুইমারার সংঘাতের এসব ঘটনায় অসংখ্য পাহাড়ি ও বাঙালী আহত হয়। তবে কিছু সংখ্যক লোকজন হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে ফিরেছেন বাড়ী।

ধর্ষণ মামলায় অভিযুক্ত চয়ন শীল নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। ওই কিশোর বর্তমানে ৫ দিনের রিমান্ডে রয়েছে। অজ্ঞাতনামা আরো ২ জন অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ডাকে।

শনিবার সকাল থেকে অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া খাগড়াছড়ি জেলা সদরের সাথে দীঘিনালা, পানছড়ি, রামগড়, মহালছড়িসহ ৯ উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনগণের জান ও মালের ক্ষতিসাধনের আশঙ্কা দেখা দেয়ায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক।

এদিকে রোববার খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না জানিয়ে ধর্ষণকারী, নারী নির্যাতনকারী, অস্ত্রধারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সভায় ঘটে যাওয়া সংঘাতের নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অন্যদিকে আটকরা পড়া সাজেকের কয়েক হাজার পর্যটককে প্রশাসন নিরাপত্তা দিয়ে চট্টগ্রামসহ গন্তব্যে পৌছে দেওয়া হয়। অন্যদিকে- চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি প্রবেশের মুখে শতাধিক পণ্যবাহী আটকে পড়ায় স্থানীয় বাজারে খাদ্য ও নিত্যপণ্যের সংকট দেখা দেয় বলে জানান স্থানীয়রা। ফলে জনদূর্ভোগও ক্রমাগত বাড়ছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান,স্থানীয় ও সাধারন জনগণের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে ১৪৪ ধারা বলবৎ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সকল প্রশাসন কাজ অব্যাহত রয়েছে। পরিস্থিতি শান্তিপূর্ণ এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মুক্ত হলেই ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে বলে তিনি জানান। এ সময় বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানান।

আপনার মতামত লিখুন :

সহিংসতায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

সহিংসতায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

পাহাড়ে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাহাড়ে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ক্ষত-বিক্ষত চিহ্ন বয়ে বেড়োচ্ছে ঘটনাস্থল

ক্ষত-বিক্ষত চিহ্ন বয়ে বেড়োচ্ছে ঘটনাস্থল

গুইমারায় নিহত তিনজনের পরিচয় মিলেছে

গুইমারায় নিহত তিনজনের পরিচয় মিলেছে

পাহাড়কে অস্থিরতার চেষ্টা হচ্ছে-স্বরাষ্ট্র উপদেষ্টা

পাহাড়কে অস্থিরতার চেষ্টা হচ্ছে-স্বরাষ্ট্র উপদেষ্টা

আতঙ্ক শঙ্কায় থমথমে খাগড়াছড়ি-গুইমারা

আতঙ্ক শঙ্কায় থমথমে খাগড়াছড়ি-গুইমারা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com