মো: মাসুদ রানা,প্রতিনিধি,রামগড়:: খাগড়াছড়ির রামগড়ে মোঃ আফসার (৪০) নামে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর ২০২৪) দুপুরে রামগড় পৌরসভার ৮নং ওয়ার্ড ফেনীরকুল এলাকায় বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।
বজ্রপাতে আফসারের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন। নিহত মোঃ আফসার ফেনীরকুল এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। সে পেশায় একজন পিকআপ চালক বলে জানান পরিবার সূত্র।
স্থানীয়রা জানান, বৃষ্টিতে ভিজে বাড়ির পাশে গরুর জন্য খড় কাঁটতে যায় সে। এ সময় হঠাৎ বজ্রপাতে পড়ে ঘটনাস্থলেই আফসার এর মৃত্যু হয়। তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।