প্রতিনিধি,রামগড়:: সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা যোগ্যতার ভিত্তিতে ১০ম গ্রেড প্রদান এবং বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বুধবার (২ অক্টোবর ২০২৪) বিকালে ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ ও রামগড় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে বৈষম্য বিরোধী শিক্ষকরা পুলিশ বক্সের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করে।
রামগড় উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ কাশেম আলীর সভাপতিত্বে মানববন্ধনে গ্রেডের রামগড় উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব হোসেন ,যুগ্ন সম্পাদক দিদারুল আলম, সিনিয়র সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন, সহ সভাপতি অলি উল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক ফয়েজুল হক, দপ্তর সম্পাদক মোঃ এনায়েত হোসেন, সদস্য মো. মুসা, মোঃ রাশেদ, রোশন আরা বেগম, শেফালী শীল, আমেনা বেগম উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সহকারী শিক্ষক নেতারা বলেন, একটি দেশে সুশিক্ষিত জাতি গঠনে প্রাথমিক স্তরের শিক্ষা মুল ভিত্তি হিসেবে কাজ করে। প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দ আরো বলেন, স্নাতক বা সমমানের যোগ্যতায় পুলিশের সাব ইন্সপেক্টর, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ডিপ্লোমাধারী নার্স, উপসহকারী কৃষি কর্মকর্তাদের ১০ম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে সেখানে একই যোগ্যতা সম্পন্ন সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দেওয়া হচ্ছ।
এ থেকেই বুঝা যায় সরকারি প্রাথমিক শিক্ষকরা কতটা অবহেলিত, শিক্ষার ভিত্তি মজবুত করতে হলে অবশ্যই প্রাথমিক শিক্ষকদের সঠিক মর্যাদা দিতে হবে।পরে রামগড় উপজেলা নির্বাহী অফিসার মিস মমতা আফরিন এর মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।