স্টাফ রিপাের্টার,রাঙামাটি:: টানা ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে দেশের ৯ জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পানি উঠে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ট্রেন চলাচলও বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
এর মধ্যে টানা বৃষ্টিপাতে রাঙ্গামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়েছে। পরে রাঙ্গামাটি সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে মাটি সরিয়ে ১ ঘণ্টার পর যানচলাচল স্বাভাবিক করেছে।
২২ আগস্ট, বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি- চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ঘাগড়া কলাবাগান এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ (সওজ) রাঙ্গামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
অন্যদিকে, রাঙ্গামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক পানিতে ডুবে গিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের কুতুকছড়ি এলাকায় সড়ক পানি ডুবে খাগড়াছড়ির সঙ্গে সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে।
সওজ রাঙ্গামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের কলাবাগান এলাকার পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে আমাদের সড়ক বিভাগের লোকজন গিয়ে সড়ক থেকে মাটি সরিয়ে এক ঘণ্টার পরে যান চলাচল স্বাভাবিক করেছে।
অন্যদিকে রাঙ্গামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক পানিতে ডুবে গিয়ে রাঙ্গামাটির সঙ্গে খাগড়াছড়ির জেলার যানচলাচল সকাল থেকে বন্ধ রয়েছে।