মো. সোহেল রানা:: খেলাধুলা পরস্পরের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্কে বন্ধন দৃঢ় করে। খাগড়াছড়ির দীঘিনালা জোন কার্প ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(১৮ জুলাই) বিকালে দীঘিনালা জোনের ৪ই বেংগলে আয়োজনে দীঘিনালা উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে জোন কার্প ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি দীঘিনালা জোনের এ্যাডজুটেন্ট মেজর নাজমুল হাসান রিজভী।
উদ্বোধনকালে মেজর নাজমুল হাসান রিজভী বলেন, খেলাধুলা কোন শক্তি প্রয়োগ নয়, অনুশীলন ও কৌশলের প্রয়োগ। খেলাধুলা পরস্পরের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্কে বন্ধন দৃঢ় করে। এবং দশকদের মাঝে সম্প্রদায়ীক সম্প্রীতি বন্ধন তৈরি করে। উদ্বোধনী খেলায় ১নং মেরুং ইউনিয়ন পরিষদ ও ৫নং বাবুছড়া অংশ নেয়। এতে প্রথম অর্ধে খেলায় ফলাফল মেরুং ইউনিয়ন একাদশ ০২ গোল এবং বাবুছড়া ইউনিয়ন একাদশ ০১ গোল করে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুর রশীদ, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান,ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা,বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা,মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছা মাহমুদা বেগম লাকী,দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা,বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বোয়ালখালী নতুন বাজার ও দীঘিনালা থানা বাজার চৌধুরী জেসমিন চৌধুরী, দীঘিনালা উপজেলা ক্রীড়া সম্পাদক প্রদীপ কুমার মুৎসুদ্দি ও সাংবাদিক মো সোহেল রানা প্রমূখ।