সব
facebook raytahost.com
১০ম গ্রেডের দাবিতে স্মারকলিপি | Protidiner Khagrachari

১০ম গ্রেডের দাবিতে স্মারকলিপি

১০ম গ্রেডের দাবিতে স্মারকলিপি

প্রতিনিধি খাগড়াছড়ি:: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের জন্য ১০ম গ্রেডসহ পাঁচ দফা যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি জমা দিয়েছে খাগড়াছড়িতে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা খাগড়াছড়ি জেলা সমিতি এ স্মারকলিপি জমা দেয় ।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাতের হাতে স্মারকলিপিটি তুলে দেন সংগঠনের জেলা সভাপতি মো. নজরুল ইসলাম। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হাসান মারুফ ছিলেন।

এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক প্রয়াসী চাকমা, সদস্য তপন বিকাশ ত্রিপুরা, শেলী আক্তার, দীশকন চাকমাসহ জেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে, বেতন–ভাতা নিয়ে দীর্ঘদিনের বৈষম্যের অভিযোগ-স্মারকলিপিতে বলা হয়েছে-ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের বেতনের ৭৫ শতাংশ সরকার এবং ২৫ শতাংশ ইউনিয়ন পরিষদের অংশ থেকে প্রদান করা হয়।

স্থাবর সম্পত্তি হস্তান্তর করের ১% এবং হাট–বাজার, জলমহালসহ বিভিন্ন উৎস থেকে ইজারাজনিত আয় উপজেলা নির্বাহী কর্মকর্তারা সংগ্রহ করে জেলা প্রশাসকের মাধ্যমে তাদের বেতন-ভাতা পরিশোধ করা হয়। কিন্তু উৎসব ভাতা ও আনুতোষিক ভাতার ক্ষেত্রে এখনও ৫০% সরকার এবং ৫০% ইউপি অংশ থেকে প্রদান করার নিয়ম চলছে, যা কর্মকর্তাদের স্থায়ী বৈষম্যের মুখে ফেলেছে বলে উল্লেখ করা হয়। একই দায়িত্ব পালন করেও ভাতায় বৈষম্য-একে সম্পূর্ণ অযৌক্তিক, অবমাননাকর এবং পেশাগত মনোবলকে ক্ষতিগ্রস্ত করছে বলে অভিমত জানান কর্মকর্তারা।

তারা আরও বলেন, দেশের স্থানীয় সরকার ব্যবস্থার ন্যায়সংগত উন্নয়ন এবং তৃণমূল প্রশাসনের সুষ্ঠু পরিচালনার স্বার্থে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দীর্ঘদিন ধরে তারা কাঙ্ক্ষিত মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। স্মারকলিপিতে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।

কর্মকর্তারা বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ব্যবস্থাপনায় তারা তৃণমূলে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেন। জন্ম-মৃত্যু নিবন্ধন, বিভিন্ন নাগরিক সেবা, স্থানীয় উন্নয়ন কার্যক্রম এবং সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে তারা সামনের সারিতে থাকেন। তবুও দীর্ঘ বছর ধরে তাদের দাবি-দাওয়া উপেক্ষিত হওয়ায় কর্মপরিবেশ ও পেশাগত মূল্যায়নে এক ধরনের হতাশা সৃষ্টি হয়েছে।

তারা বলেন-“বৈষম্য দূর করে সম্মানজনক গ্রেড, শতভাগ বেতন-ভাতা এবং অবসরকালীন পূর্ণ সুবিধা নিশ্চিত হলে তৃণমূলে সেবার মান আরও বৃদ্ধি পাবে।”দ্রুত দাবিগুলো বাস্তবায়নে সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানান তারা।

আপনার মতামত লিখুন :

১০ম গ্রেডের দাবিতে স্মারকলিপি

১০ম গ্রেডের দাবিতে স্মারকলিপি

সেনাবাহিনীর চিকিৎসা সেবা ঔষধ বিতরণ

সেনাবাহিনীর চিকিৎসা সেবা ঔষধ বিতরণ

চুক্তির ২৮ বছরেও পাহাড়ের আতঙ্ক কাটেনি

চুক্তির ২৮ বছরেও পাহাড়ের আতঙ্ক কাটেনি

পাড়াবাসীর কাঙ্খিত সোলার টিউবওয়েলের উদ্বোধন

পাড়াবাসীর কাঙ্খিত সোলার টিউবওয়েলের উদ্বোধন

সীমান্ত চোরাচালান বন্ধসহ সম্প্রীতি রক্ষায় কাজ করবে পুলিশ

সীমান্ত চোরাচালান বন্ধসহ সম্প্রীতি রক্ষায় কাজ করবে পুলিশ

নির্বাচন হবে উৎসবমুখর ও শতভাগ নিরপেক্ষ

নির্বাচন হবে উৎসবমুখর ও শতভাগ নিরপেক্ষ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com