স্টাফ রিপাের্টার:: পিরোজপুর জেলার সদর থানার চাঞ্চল্যকর কলেজ ছাত্র রাসেল হত্যা মামলার পলাতক আসামি মোঃ জুবায়ের শেখ’কে চট্টগ্রামের আনোয়ারা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। হত্যার শিকার সৈয়দ রাসেল পিরোজপুর শহরের একটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং স্থানীয় উপজেলা ভাইস চেয়ারম্যান এর অনুসারী ছিলো।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে রাসেল হত্যা মামলার পলাতক আসামি মোঃ জুবায়ের শেখকে গত ০৪ জুন ২০২৪ ইং তারিখে র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-৮ বরিশাল এর যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে আসামি মোঃ জুবায়ের শেখ(২১)কে গ্রেপ্তার করে। সে পিরোজপুর জেলা সদরের কদমতলার ফারুক শেখ এর ছেলে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে।
সে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে মামলা রুজু হওয়ার পর হতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলো। খবর পেয়ে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন বটতলি এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
সূত্র জানায়, গত ২৩ এপ্রিল ২০২৪ তারিখ নিহত রাসেল পিরোজপুর সদর উপজেলা নির্বাচনের দিন সকাল ১১টায় মোটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে কদমতলা ইউনিয়ন পরিষদের সামনে পৌছালে পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ভিকটিম সৈয়দ রাসেল’কে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
পরে স্থানীয়রা গ্রাম পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করে। সেখানে চিকিৎসারত অবস্থায় সৈয়দ রাসেল মৃত্যুবরণ করেন। হত্যার ঘটনায় রাসেল এর বড় বোন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-২৫, তারিখ- ২৪/০৪/২০২৪; ধারা- ১৪৩/৩৪১/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।