পদায়ন করে মন্ত্রণালয়ের কর্মকর্তা নিয়োগ
আল-মামুন:: স্বাস্থ্য খাতে বৈষম্য নিরসনে মানববন্ধন করেছে চিকিৎসকরা। স্বাস্থ্য খাতে থেকে পদায়ন করে মন্ত্রণালয়ের কর্মকর্তা নিয়োগ, বৈষম্য নিরসন করে পদায়নসহ বিভিন্ন দাবী জানানো হয় মানববন্ধনে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৪) দুপুরে খাগড়াছড়ি সদর হাসপাতালের সামনে বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করে খাগড়াছড়ির চিকিৎসকরা।
স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় অন্য ক্যাডার দিয়ে পরিচালিত হয়ে আসছে। এতে করে একই সাথে ক্যাডার হওয়ার পরও স্বাস্থ্য ক্যাডাররা বৈষম্যের শিকার। অবিলম্বে এসব বৈষম্য দূর করে স্বাস্থ্য ক্যাডারদের যোগ্যতার ভিত্তিতে স্ব-স্ব মন্ত্রণালয়ে পদায়নের দাবি জানানো হয় মানববন্ধনে বক্তাব্যে।
এতে খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা, ডা. সুবল জ্যোতি চাকমা,ডা. বিউটি চাকমাসহ অনেকে উপস্থিত ছিলেন।