শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো জেলা পরিষদ
আল-মামুন:: সম্প্রীতির মেলবন্ধনে শান্তির নিভাস ভূমি হয়ে উঠবে খাগড়াছড়ি মন্তব্য করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেছেন, পাহাড়ে বসবাসরত সকল জাতি-ধর্মের মানুষ আমরা একে অপরের।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৪) বিকেলে খাগড়াছড়ির ভাইবোনছড়ার ছোটবাড়ি পাড়া এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা নিজেদের সুখে-দু:খ ভাগাভাগী করে নেয়ার মানসিকতায় এক দিন পাহাড়ে শান্তি,শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকার পাশাপাশি উন্নয়ন তরান্বিত হবে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সদস্য প্রফেসর আবদুল লতিফ,শেফালিকা ত্রিপুরা,প্রশান্ত কুমার ত্রিপুরা,নিটল মনি চাকমা,জয়া ত্রিপুরা,এ্যাড. মনজিলা, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজন চাকমা,স্থানীয় হেডম্যানসহ জনপ্রতিনিধি ও গন্যমান ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
এতে বিভিন্ন এলাকায় বসবাসরত পাহাড়ি-বাঙালী (মুসলিম,চাকমা,মারমা,ত্রিপুরা)সহ ১৫০ পরিবারের মাঝে শীতের উষ্ণতার কম্বল তুলে দেন চেয়ারম্যান ও সদস্যরা।
পরে ভাইবোনছড়া বাজার শেডসহ বাজার উন্নয়নে করণীয়,সমস্যাসহ বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন চেয়ারম্যানসহ সদস্যরা। এছাড়াও দেওয়ান পাড়া বন বিহার পরিদর্শন করে খোঁজ নেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।