আল-মামুন:: পাহাড়ে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ কাজ মজুদ,পাঁচার করে আসছে অবৈধ কাঠ ব্যবসায়ীরা। ফলে সরকার হারাচ্ছে রাজস্ব আর অনুমতি ছাড়াই বনের কাঠ কেঁটে ধ্বংস করছে বনজ সম্পদ। এ অবৈধ কাঠ পাঁচার রোধে নিয়মিত ভাবেই কাঠ জব্দ,উদ্ধার করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত শুক্রবার (৫ এপ্রিল ২০২৪) তারিখ সন্ধ্যা ৭টায় সিন্দুকছড়ি জোনের অধীনস্থ মানিকছড়ি আর্মি ক্যাম্প এবং জালিয়াপাড়া আর্মি ক্যাম্প পৃথক দুইটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার একশত্তাপাড়া, এবং গুইমারা উপজেলার থলিবাড়ী এলাকা থেকে ৩শ সিএফটি অবৈধ সেগুন ও গামারী কাঠ আটক করা হয়।
যার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ ১০ হাজার টাকার মত। পরবর্তীতে কাঠগুলো জব্দ করে মানিকছড়ি এবং গুইমারা বন কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে নিশ্চিত করা হয়েছে জানান সংশ্লিষ্ট সূত্র।