মো: সোহেল রানা,স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ি দীঘিনালায় নাড়াইছড়ি রেঞ্জ এলাকা থেকে বিরল প্রজাতির প্রাণী লজ্জাবতী বানর উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২০২৪) দীঘিনালা কবাখালী ইউনিয়ন আলীনগর এলাকার থেকে বিরল প্রজাতির প্রাণী লজ্জাবতী বানর উদ্ধার করে ভৈরফা এলাকায় বিকাল সাড়ে ৪টায় জঙ্গলে অবমুক্ত করেন নাড়ইছড়ি উত্তর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো: মতিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ফরেস্টার আক্তারুজ্জামান, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো সোহেল রানা, সিনিয়র সাংবাদিক মো আল আমিন, স্নেক রেসকিউ টিম বাংলাদেশের দীঘিনালা প্রতিনিধি হৃদয় বড়ুয়া প্রমূখ।
অবমুক্তকালে রেঞ্জ কর্মকর্তা মো মতিউর রহমান বলেন, নাড়াইছড়ি রেঞ্জ এলাকার অভয়ারণ্যে থেকে লজ্জাবতী বানরটি কবাখালী ইউনিয়ন আলী নগর এলাকায় লোকালয়ে চলে আসে।
পরে এলাকা বাসি ও গণমাধ্যমেকর্মীর সহায়তা বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি উদ্ধার করে ভৈরফা এলাকায় গহীন জঙ্গলে অবমুক্ত করে দেয়া।