প্রেস বিজ্ঞপ্তি:: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় চলমান মাইসছড়ি বাজার বয়কট আগামী এক মাসের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি ও মুসলিম সম্প্রদায়ের রমজান ও ঈদ উৎসবের কথা বিবেচনা করে এবং মাইসছড়ি বাজার কমিটির নেতৃবৃন্দ,এলাকার চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান ও অন্যান্য মুরুব্বীদের বারংবার অনুরোধের প্রেক্ষিতে মাইসছড়ি ভূমি রক্ষা কমিটি আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) উক্ত সিদ্ধান্ত গ্রহণ করে।
সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৫ এপ্রিল ২০২৪ পর্যন্ত মাইসছড়ি বাজার বয়কট কর্মসূচি স্থগিত থাকবে। উক্ত সময়ের মধ্যে মংশিপ্রু চৌধুরীর রেকর্ডিয় জমিতে নির্মিত অবৈধ দোকানঘর ভেঙে ফেলা না হলে, উক্ত জমি বেদখলের উদ্দেশ্যে দায়েরকৃত মামলা তুলে নেয়া না হলে এবং মংশিপ্রু চৌধুরীকে তার জমি বুঝিয়ে দেয়া না হলে বাজার বয়কট পুনরায় চলবে।
মাইসছড়ি ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক বিপিন বিহারী দেওয়ান ভূমি দস্যুদের বেদখল থেকে মংশিপ্রু চৌধুরীর জমি পুনরুদ্ধারে স্থানীয় প্রশাসন ও বাজার কমিটিসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। মাইসছড়ি ভূমি রক্ষা কমিটির সদস্য উদয়ন চাকমা এক বার্তায় এ তথ্য জানান।