স্টাফ রিপাের্টার,রামগড়:: খাগড়াছড়ির রামগড়ে দুটি ইটের ভাটার মালিককে ৫০ হাজার টাকা হারে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর ২০২৩) ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মানস চন্দ্র দাসের নেতৃত্বে শনিবার রামগড় পৌরসভার ফেনীরকূল এলাকায় অবস্থিত হাজেরা ব্রিক ফিল্ড এবং বলির টিলায় অবস্থিত নূরজাহান ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ আইনের ব্যত্যয় ঘটানোর অপরাধে ইট ভাটা দুটির মালিককে পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন