সব
facebook raytahost.com
নার্সের কাণ্ড! ভয়-ভীতি দেখিয়ে হাতিয়ে নিলো অর্থ | Protidiner Khagrachari

নার্সের কাণ্ড! ভয়-ভীতি দেখিয়ে হাতিয়ে নিলো অর্থ

নার্সের কাণ্ড! ভয়-ভীতি দেখিয়ে হাতিয়ে নিলো অর্থ

খারাপ আচরন,আ‌র্থিক হয়রানী,অ‌নিয়‌ম-দু‌র্নীতি তুঙ্গে

স্টাফ রিপাের্টার,মাটিরাঙা:: মা‌টিরাঙ্গা বাইল্যাছ‌ড়ি রাবার বাগান এলাকার বা‌সিন্দা দিন মুজুর ই‌ন্দ্র ত্রিপুরার স্ত্রী ভুক্ত‌ভো‌গি চন্দনা ত্রিপুরা (২৪)। র‌বিবার সকা‌লে অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, গত শ‌নিবার ১৮ ন‌ভেম্বর সকা‌লের দি‌কে তার পেট ব্যাথা হ‌লে মা‌টিরাঙ্গা হাসপাতা‌লে ভ‌র্তি করা হয় তাকে।

এসময় নার্স নুনুপ্রু চৌধুরী তা‌কে দে‌খে কোন প্রকার পরীক্ষা-নি‌রিক্ষা ছাড়াই ব‌লেন তার পে‌টে বাচ্চা মারা গে‌ছে। এম আর কর‌তে হ‌বে। না হয় রো‌গী মারা যাওয়ার সম্ভাবনা আ‌ছে।

এ জন্য তিনি দশ হাজার টাকা দাবী করে। টাকা দিতে না পার‌লে সেবা দেয়া যা‌বেনা জানিয়ে অন্য হাসপাতা‌লে যে‌তে হ‌বে বলে ভয়-ভীতি দেখান। এসব শু‌নে ভুক্ত ভো‌গি ও তার আত্মীয় স্বজন এম আর করা‌তে সাত হাজার টাকায় দফারফা হয়। এক পর্যায়ে চাপ প্রয়োগ ক‌রে আ‌রো দেড় হাজার টাকা সহ মোট সা‌ড়েআট হাজার নেয় ব‌লে ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন ভুক্ত‌ভো‌গি।

স্বামী ইন্দ্র ত্রিপরা ব‌লেন, আ‌মি কামলা মানুষ, কাম ক‌রে সংসার চ‌লে। না‌র্সের কথা শু‌নে স্ত্রীর জীবন বাঁচা‌তে তার কা‌নের দুল ও ছাগ‌লের বাচ্চা বি‌ক্রি ক‌রে এবং মানু‌ষের কাছ থে‌কে ধার ক‌রে টাকা জোগাড় ক‌রে উপায় না দেখে নার্সকে দিয়েছে। এ বিষয়‌টি কাউ‌কে জান‌াতে নি‌ষেধ ক‌রেছে নার্স । জানা‌লে ভ‌বিষ্যতে অ‌নেক খারাফ হ‌বে ব‌লে হুম‌কি দি‌য়ে‌ছে ব‌লেও অ‌ভি‌যোগ ক‌রেন ইন্দ্র।

অভিযোগ আছে, কোন গাই‌নি ডাক্তা‌রের পরামর্শ,পরীক্ষা নি‌রিক্ষা ও কর্মরত ডাক্তা‌রের অনুম‌তি ছাড়া সরকারী হাসপাতা‌লে মোটা অঙ্কের টাকার বি‌নিময় প্রায় এসব কাজ করে থা‌কেন নুনুপ্রু ‌চৌধুরী।

পক্ষান্ত‌রে তার উপর অ‌র্পিত দা‌য়িত্ব পালনে উদা‌সিনতা ও চা‌হিদা মোতা‌বেক টাকা দি‌তে না পারায় বি‌ভিন্ন সম‌য়ে বাচ্চা মারা যাওয়া ও মা‌য়ের সন্তান ধারণ ক্ষমতা হারা‌নোর মত ঘটনাও ঘ‌টে‌ছে। যার জন্য জ‌রিমানাও দি‌তে হ‌য়ে‌ছে নুনুপ্রুকে।

অ‌ভিযুক্ত নার্স নুনুপ্রু মারমা ব‌লেন, গাই‌নি বিষয়ক স্পেশাল প্রশিক্ষন র‌য়ে‌ছে তার। তাই এসব ব্যাপা‌রে গাই‌নি বি‌শেষজ্ঞ ডাক্তা‌রের পরাম‌র্শের প্রয়োজন নাই। টাকা নেওয়ার কথা স্বীকার ক‌রে তি‌নি ব‌লেন, তারা স্বেচ্ছায় আমা‌কে টাকা দি‌য়ে‌ছে। আ‌মি তা‌দের কা‌ছে টাকা চাই‌নি।

তিনি রোগী‌দের প্রতি খা‌রাপ আচর‌নের কথা অস্বীকার ক‌রে নুনপ্রু ব‌লেন, আমার বিরু‌দ্ধে উ‌দ্দেশ্য প্রণোদিত ভা‌বে এসব অভিযোগ করা হ‌চ্ছে। কয় দিন আ‌গেও মা‌টিরঙ্গা পৌর মেয়র অন্যায় ভা‌বে আমা‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছে।

নবাগত হাসপাতা‌ল প‌রিচালক (টিএস) আবুল হাসনাত জানান,বিষয়টি অবগত নই। অভি‌যোগ ও সত‌্যতা পে‌লে বিভাগীয় ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে অভিযুক্ত সিনিয়র নার্স নুনুংপ্রু চৌধুরীর বিরুদ্ধে ।

আপনার মতামত লিখুন :

হাঁস-মুরগি ও সব‌জি বীজ বিতরণ

হাঁস-মুরগি ও সব‌জি বীজ বিতরণ

বাস ও মোটর সাইকেল সংঘর্ষে নিহত এক

বাস ও মোটর সাইকেল সংঘর্ষে নিহত এক

সেপটিক ট্যাংক থেকে গাভী উদ্ধার

সেপটিক ট্যাংক থেকে গাভী উদ্ধার

দুই সীমান্তে ভারতের ১৮ জন পুশ-ইন

দুই সীমান্তে ভারতের ১৮ জন পুশ-ইন

পাহাড় হচ্ছে ফলের জায়গা

পাহাড় হচ্ছে ফলের জায়গা

মাটিরাঙ্গায় আরও ১৩ জনকে পুশ-ইন

মাটিরাঙ্গায় আরও ১৩ জনকে পুশ-ইন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com