স্টাফ রিপাের্টার:: ঢাকসু ভিপি সাদেক কায়েম বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ,যে দেশে কোন চাঁদাবাজি,টেন্ডার বাজি,সন্ত্রাসবাজি থাকবেনা। কোন যড়যন্ত্র থাকবেনা। যে বাংলাদেশ হবে সুখি সমৃদ্ধশালী,শহীদদের আকাঙ্খার বৈষম্যহীন বাংলাদেশ।
বুধবার (২৬ নভেম্বর ২০২৫) দুপুরে খাগড়াছড়ি যাওয়ার পথে মাটিরাঙ্গায় এক পথ সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আগামীর বাংলাদেশ বিনির্মানে দেশের স্বাধীনতা সংগ্রাম ও অখন্ডতা রক্ষার আন্দোলনে সবাইকে একাত্বতার আহ্বান জানান তিনি।
এর আগে মটিরাঙ্গা উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দরা ফুলের মালা দিয়ে তাকে স্বাগত জানান। ঢাকসু ভিপি নির্বাচিত হওয়ার পর নিজ জেলা খাগড়াছড়িতে এটা তার প্রথম আসা। আগামী ২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় খাগড়াছড়ি মুক্ত মঞ্চে সাদেক কায়েম কে গণ সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।
এসময় মাটিরাঙ্গা উপজেলা জামায়াতের আমির আবদুল জলিল,পৌর জামায়াতের আমির শামসুল হক, সাবেক পৌর আমির আমান উদ্দিন,পার্বত্য নাগরিক পরিষদের উপদেষ্টাা ইঞ্জি: আলকাছ আল মামুন সহ জমোয়াতে ইসলামের সহযোগি সংগঠনের নেতা কর্মী ও সমর্থক গন উপস্থিত ছিলেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন