স্টাফ রিপাের্টার,খাগড়াছড়ি:: বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও নারী সমাজ ব্যানারে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে খাগড়াছড়ি জেলা সদরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ নভেম্বর ২০২৩) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ক্রইসাঞো মারমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য শাহিনা আক্তার, জেলা আওয়ামীলীগের মহিলা বিষযক সম্পাদিকা ও জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা।
এ সময় মানববন্ধনে জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অন্তরা খীসা,যুগ্ম সাধারণ সম্পাদক বাঁশরী মারমা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নুসরাত জাহান সূচী,যুব মহিলা লীগের সভাপতি বিউটি রানী ত্রিপুরা,সাবেক সাধারণ সম্পাদক ফারজানা আজমসহ মহিলা আওয়ামী লীগ, যুব মহিলালীগ ও আওয়ামীলীগের নারী নেতৃবৃন্দরা মানববন্ধনে অংশ নেয়।
বক্তারা বলেন, বিএনপি-জামাত সারাদেশে যে তান্ডব শুরু করেছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের মানুষ ও দেশের সম্পদ এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।দেশের সম্পদ ও দেশের মানুষের অবাধ চলাচল ও শান্তি বিঘ্নিত করার অধিকার কারোর নেই।সুতরাং এসব তান্ডব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন মানুষকে প্রতিবাদ জানাতে হবে।