স্টাফ রিপাের্টার,রাঙামাটি:: রাঙামাটিতে অটোরিকশা-বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। শনিবার (৪ নভেম্বর ২০২৩) দুপুরে জেলা শহরের ভেদভেদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গরমিলা চাকমা (৪৫) ও পিন্টু চাকমা (২২)। এদের মধ্যে পিন্টু অটোরিকশার চালক আর গরমিলা যাত্রী। দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালের নেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহতাবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে উন্নত চিকিৎসা দিতে পাঠানো হয়েছে।
তবে আহত কারও নামপরিচয় এখনও জানা যায়নি। রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন