স্টাফ রিপাের্টার,মাটিরাঙ্গা:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাচারকালে চাল ভর্তি ট্রাকসহ দুই জনকে আটক করেছে মাটিরাঙ্গা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে মাটিরাঙ্গা বাজারস্থ পুলিশ বক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন,মানিকছড়ির বাটনাতলী ইউপির আঃ রহিমের ছেলে সেকান্দার আলী প্রকাশ সোহেল ড্রাইভার (৩৫) ও মাটিরাঙ্গার তবলছড়ি ইউপির মৃত আঃ বারিকের ছেলে মোঃ আলমগীর হোসেন।
বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে ৩৬০ বস্তা সরকারী রেশনভুক্ত খাদ্য শস্য আতপ চাল ভর্তি ট্রাক (চট্ট মেট্টো -ট- ১১- ৭৬৯৪)- সহ মাটিরাঙ্গা বাজার পার হওয়ার সময় পুলিশ বক্সের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃত চালের বর্তমান বাজার মূল্য ছয় লক্ষ চুরাশি হাজার টাকা বলে জানায় পুলিশ।
এ ব্যপারে মাটিরাঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।