শামীমা আক্তার রুমি,স্টাফ রিপাের্টার-গুইমারা:: খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন নিয়মিত বিভিন্ন ধরনের জন কল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে জোনের দায়িত্বপূর্ণ এলাকার খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই জোন।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর ২০২৩) সকালে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন এলাকার সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সহযোগীতা প্রদান করে। এ সময় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নগদ অর্থ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান, ঘর নির্মাণের জন্য ঢেউটিন, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, গরিব দুঃস্থ মহিলাদের আত্মকর্ম সংস্থানের জন্য সেলাই মেশিন, শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে আর্থিক অনুদানসহ কৃষিপণ্য উৎপাদনে সহায়তায় হাত বাড়ায় সিন্দুকছড়ি সেনা জোন।
এতে প্রধান অতিথি ছিলেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি। তিনি বলেন, সম্প্রীতি শান্তিপূর্ণ বসবাসের পূর্ব শর্ত। এ সময় তিনি আরো বলেন, এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগীতার পাশাপাশি ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকেব। এতে সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. হাসান, তৈকর্মা হরি মন্দিরের সভাপতি পনেন্দ্র ত্রিপুরা, জনপ্রতিনিধি সহ সুবিধাভোগীরা এতে অংশ নেয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন