প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ি জেলার মহালছড়িতে রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) বেলা ১১ টায় মহালছড়ি আর্মি জোন কতৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাব জোন কমান্ডারসহ এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগণ, সকল ব্যবসায়ী সমিতির প্রতিনিধি এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।
মতবিনিময় সভায় নিম্নোক্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা হয় মহালছড়ি উপজেলায় চাঁদাবাজির ধরণ,চাঁদাবাজির ফলে সৃষ্ট ব্যবসায়িক ক্ষতি ও নিরাপত্তাহীনতা,চাঁদাবাজি প্রতিরোধে সম্ভাব্য কৌশল ও কর্মপন্থা,দোকানদার কর্তৃক দোকান সংলগ্ন ফুটপাতের জায়গা দখল,অসাধু জেলে ও ব্যবসায়ী কর্তৃক অবৈধভাবে চেঙ্গী নদীতে (বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাস) জাঁক দিয়ে মাছ ধরা,সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন এবং ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, বাজার এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ সহ সমসাময়িক আইন-শৃঙ্খলার বিষয়।
এ ছাড়াও মহালছড়ি উপজেলায় শিক্ষার মান উন্নয়ন, সামাজিক সম্প্রতি,স্বাস্থ্যসেবার মান উন্নয়ন(বিশেষ করে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্যসেবা), ফায়ার সার্ভিস স্থাপন, খেলাধুলা, মাদক,ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।
এছাড়াও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। পরিশেষে জোন কমান্ডার শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সকলকে আরো আন্তরিক হওয়ার অনুরোধ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন