সৈয়দ এম এ বাসার, প্রতিনিধি পানছড়ি:: খাগড়াছড়ির পানছড়ি বৌদ্ধমনিপাড়া সীমান্ত এলাকায় ৩ বিজিবির বিশেষ টহলে ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মালামাল আটক করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বিকালে নায়ব সুবেদার মোঃ ইমদাদুল হকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে কাঠালতলা নামক স্থানে অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোট ১৮ প্রকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়| যার আনুমানিক বাজারমূল্য ৪২,৯৪৬ টাকা। জব্দকৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট প্রশাসন।
বিজিবির সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন