খাগড়াছড়িতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
আল-মামুন:: জনতার বাংলাদেশ গঠনে বিএনপির বিকল্প নেই বলে মন্তব্য করে সাবেক এমপি,খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, জনগণ ঐক্যবদ্ধ স্বোচ্ছার থাকলে দেশের জনগণের বিজয় হবে। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে।

নির্বাচনকে পিঁছিয়ে দিতে উঠে পড়ে লেগেছে ষড়যন্ত্রকারীরা। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টার অভিযোগ তোলেন ওয়াদুদ ভূঁইয়া। সোমবার (২৭ অক্টোবর ২০২৫ ইং) বিকেলে খাগড়াছড়ি জেলা শহরের মুক্ত মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভাচ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া এ অভিযোগ করেন।

তিনি আরো বলেন,আওয়ামী লীগসহ দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা দেশে ও বাহিরে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তাই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রতিহত করে বাংলাদেশের মানুষের বিজয় ছিঁনিয়ে আনতে হবে বলে তিনি মন্তব্য করে স্বৈরাচার বিদায়ের পর দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
জনগনের রায়েই দেশে ক্ষমতায় থাকতে হবে মন্তব্য করে তিনি ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার মাধ্যমে বিজয়ের পথে হাটতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সাথে বর্তমান প্রজম্মকে বিএনপির কাজের চিত্রতুলে ধরার কথা জানান তিনি।

প্রধান বক্তারা বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার বলেন, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের মধ্য দিয়ে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে কাজ করতে হবে। উন্নয়নের জন্য বিএনপির বিকল্প নেই মন্তব্য করে জাতির কাছে প্রশ্নবিদ্ধ হতে না চাইলে বিতারিত ফ্যাসিস্টদের পূর্ণবাসনের চেষ্টা না করতে হুশিয়ারি দেন এই নেতা।
এ সময় বক্তারা, একটি কুচক্রি মহল পাহাড়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে দাবী করে বিএনপির বিরুদ্ধে চক্রান্তের মুলহোতাসহ সুসময়ের কৌকিলসহ সকল অপশক্তিকে প্রতিরোধ করে আগামী নির্বাচনে ওয়াদুদ ভূঁইয়াকে জয় যুক্ত করার আহ্বান জানান।

খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম এর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার। এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক এড. আ: মালেক মিন্টু,মোশাররফ হোসেন,অনিমেষ চাকমা রিংকু,সাংগঠনিক সম্পাদক আ: রব রাজা প্রমুখ।
এছাড়াও এতে অংশ নেন, খাগড়াছড়ি সাবেক জেলা ছাত্রদল সভাপতি শাহেদুল ইসলাম সুমন,জেলা ছাত্রদল সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ,খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাগর নোমান,সদস্য সচিব হৃদয় নুর প্রমুখ।

এর আগে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল ৬টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়। দুপুর বর্ণাঢ্য র্যালি করে জিয়া ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বর্ণিল বেলুন উড়িয়ে মুক্তমঞ্চে আলোচনা সভা করে। পরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন