স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের উদ্যোগে গতকাল ৩১ অক্টোবর ২০২৫ খ্রি. রোজ শুক্রবার সন্ধ্যা ৬:০০ ঘটিকায় চট্টগ্রামের রেশমী কমিউনিটি সেন্টারে চট্টগ্রামস্থ খাগড়াছড়ি জেলাবাসীর সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সাবেক জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক এর এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, মাওলানা মোঃ শাহজাহান, কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংবিধান আদেশ জারি ও গণভোটই জাতিকে দ্রুত নির্বাচনমুখী করতে পারে। তিনি আরো বলেন, আগামীতে খাগড়াছড়ি জেলার সকল জাতি, গোষ্ঠী শ্রেণী পেশার মানুষের ভােটে ন্যায় এবং ইনসাফের প্রতীকের পক্ষে গোপন ব্যালট বিপ্লব ঘটবে।
এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, ২৯৮ নং খাগড়াছড়ি আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলার বিভিন্ন জাতি, গোষ্ঠী, শ্রেণী, পেশার মানুষ উপস্থিত ছিলেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন