স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় শহরের চেঙ্গি স্কয়ার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।

এতে নির্বাচনী আমেজে শোডাউনের মধ্য দিয়ে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেয়। খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার।

এমএন আবছার বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে ভিত্তি করে দেশে জনমত তৈরি হয়েছে এবং ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটেছে। তিনি অভিযোগ করে বলেন, এরপর কিছু সংস্কারপন্থী মহল আওয়ামী লীগের ছায়াতল থেকে বেরিয়ে এসে দেশের রাজনীতি ধ্বংসের চক্রান্তে লিপ্ত হয়েছে।

এমএন আবছার আসন্ন নির্বাচনে খাগড়াছড়িতে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের কাছে ‘ধানের শীষে ভোট’ চাওয়ার নির্দেশনা দেন।
সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, অনিমেষ দেওয়ান রিংকু, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজসহ দলীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তারা, ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং দিনটিকে দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন