স্টাফ রিপাের্টার:: জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতা সৃষ্টিতে করণীয় শীর্ষক ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর সমন্বয় সভা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ব্র্যাক ম্যানাজার আবদুল মুমিন এর স্বাগত বক্তব্যে এবং স্বাস্থ্য সহকারী খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া।
জলবায়ু পরিবর্তনে জনস্বাস্থ্যের ক্ষতিকর চিত্র উপস্থাপন করেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নাজমুল হাসান। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আরব আলী, সদস্য সচিব মো. মীর হোসেন প্রমূখ।
এছাড়াও সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহেরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবদুল মান্নান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, ইউপি সদস্য শাহনাজ পারভিন প্রমূখ।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন