স্টাফ রিপোর্টার:: বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার একশত বৌদ্ধ বিহারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে বিহার প্রতি ৫শ কেজি হারে খাদ্যশষ্য বিতরণ করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) কাজী মাসুদুর রহমান উপস্থিত থেকে বিহার পরিচালনা কমিটির দায়িত্বরত সভাপতি ও সম্পাদকের হাতে খাদ্যশষ্যের আদেশ কপি( ডি.ও) হস্তান্তর করেন।
এসময় মারমা ঐক্য পরিষদ নেতা মংসাপ্রু চৌধুরী, আব্রে মারমাসহ বিহার সংশ্লিষ্ট পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকেরা উপস্থিত ছিলেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন