স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় যৌথবাহিনীর অভিযানে অভিনব কায়দায় পাচারকালে ১২ কেজি গাঁজাসহ এক ব্যবসায়ী আটক।

গতরাতে উপজেলার মহামুনি বাসস্ট্যান্ডের অদূরে তালতলা এলাকায় অভিনব কৌশলে (ট্রলি ব্যাগে) ১২ কেজি গাঁজা পাচারকালে মো. শরীফ হোসেন(২৮) নামক এক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। আটক ব্যক্তি মাগুরা জেলা সদরের পাতুরা গ্রামের বাচ্চু হোসেন এর পুত্র।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন