খাগড়াছড়িতে ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশে।
আল-মামুন:: আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হবে হবে মন্তব্য করে খাগড়াছড়ি ২৯৮নং আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। নইলে জুলাই যোদ্ধাদের সন্ত্রাসী আখ্যা দেয়ার সুযোগ থাকবে।
এ সময় তিনি পিআর পদ্ধতির কথা তুলে ধরে বলেন, আর কোন দিন যেন দুর্নীতি না হয়। দিনের ভোট রাতে ফেরত না আসে সে জন্যই পিআর পদ্ধতিতে ভোট হতে হবে। পিআর পদ্ধতি একটা ছোট শিশু বাচ্চা বুঝলে আপনারা কেন বুঝেননা এমন মন্তব্য করে বিএনপিকে উদ্দেশ্য করে পিআরে ভয় পাওয়ার ঈনিত করে জনপ্রিয়তা নিয়ে হতাশায় ভুগছেন বলে আখ্যা দেন তিনি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে “জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারীতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচন নিয়ে জনগণের চাওয়াকে প্রধান্য দিয়ে নির্বাচন দিতে হবে বলে হুশিয়ারী দিয়ে ৫ দফা দাবী তুলে ধরা হয় সমাবেশে।
এর আগে খাগড়াছড়ি মুক্ত মঞ্চসহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এসে চেঙ্গী এস্কায়ারে এসে মিলিত হয়। পরে জনস্রোতের বহর নিয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের প্রাণ কেন্দ্র মুক্ত মঞ্চে এসে সমাবেশ করে।
এতে নেতাকর্মীরা নানা স্লোগানে মুখোরিত করে তোলে সমাবেশ স্থল। সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা সেক্রেটারী মিনহাজুর রহমান,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান,খাগড়াছড়ি জেলা সদর উপজেলার জামায়াত এর আমীর মো: ইলিয়াছ,খাগড়াছড়ি জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুস সাত্তার।