স্টাফ রিপাের্টার:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইশতেয়াক আহমেদ নিপু স্বাক্ষরিত পত্রটি গতরাতে প্রকাশ করা হয়েছে।
এতে সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক মো. হাবিবুর রহমান হাবিব’কে আহ্বায়ক ও বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন’কে সদস্য সচিব মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি।
আহবায়ক কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়করা হলেন, বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আরব আলী, বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম , বিলুপ্ত কমিটির সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, বিলুপ্ত কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য আপ্রুসি মারমা ও বিলুপ্ত কমিটির সদস্য মংসাপ্রু চৌধুরী।
এছাড়া আহবায়ক কমিটিতে প্রবীণ-তরুণের সমন্বয়ে একঝাঁক সাংগঠনিক কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।