প্রেস বিজ্ঞপ্তি:: খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় ৩ বাঙালি যুবক কর্তৃক ৮ম শ্রেণির এক পাহাড়ি ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।
বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সংবাদ মাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান এই নিন্দা প্রতিবাদ জানান এবং অবিলম্বে সকল ধর্ষককে গ্রেফতারপূর্বক দ্রুত বিচার আইনের আওতায় সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
বিবৃতিতে দুই নারী নেত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী-শিশুরা আজ কোথাও নিরাপদ নয়। গতকাল (মঙ্গলবার) রাতে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় দলবব্ধ ধর্ষণের ঘটনা ঘটে।
বিবৃতিতে অবিলম্বে সিঙ্গিনালায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক রিতা চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।