স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিপুল ভারতীয় শাড়ি ও টি-শার্ট উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র বিজিবি‘র খেদাছড়া ব্যাটালিয়ন (পলাশপুর জোন)। সোমবার (১৬ জুন ২০২৫) রাত সাড়ে ১২ টার সময় মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের নিউ অযোধ্যা রাবার বাগান এলাকা থেকে এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্য ১৮৭ পিস ভারতীয় শাড়ি ও ২৬৫ পিস টি-শার্ট রয়েছে বলে জানান বিজিবি‘র খেদাছড়া ব্যাটালিয়ন (পলাশপুর জোন)। সীমান্ত পথে ভারতীয় শাড়ী ভারতীয় পন্য প্রবেশ করার এমন গোপন তথ্যের ভিত্তিতে খেদাছড়া ব্যাটালিয়নের আওতাধীন অযোধ্যা বিওপি হতে আনুমানিক ১.৫ কি. মি. উত্তরে নিউ অযোধ্যা রাবার বাগান নামক স্থানে অভিযান চালায় বিজিবি।
পরে বিজিবি টহল দল অভিযান চালিয়ে রাবার বাগানে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় বস্তাভর্তি ১৮৭ পিস ভারতীয় শাড়ি ও ২৬৫ পিস টি-শার্ট উদ্ধার করে। যার আনুমানিক বাজার মুল্য ১৫ লক্ষ ৮৯ হাজার ৮’শ টাকা। এসব চোরাই পণ্য চোরাই পথে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে আনা হচ্ছিল বলেও জানান সংশ্লিষ্টরা।
খেদাছড়া ব্যাটালিয়নের (৪০ বিজিবি) জোন অধিনায়ক লে: কর্ণেল মুহা: শাহীনূল ইসলাম বলেন, জব্দকৃত ভারতীয় শাড়ী ও টি-শার্ট সিজার পরবর্তী কাস্টমসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, সীমান্তের যে কোন ধরনের অবৈধ কাজ ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি’র সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী কাজ করে যাচ্ছে। এ ধারা অব্যাহত আছে এবং থাকবেও তিনি জানান।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন