প্রতিনিধি,রাঙামাটি:: রাঙামাটিতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কল্যাণরাষ্ট্র গঠন বিষয়ক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়। পরে স্কুলের ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণের ওয়াকাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৫) রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার।
রাঙামাটি সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য ও জেলা সমাজসেবা বিভাগের আহবায়ক সাগরিকা রোয়াজা, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মনসুর আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা এতে বক্তব্য রাখেন।