স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ি সদর সিঙ্গিনালায় ৮ম শ্রেণী স্কুলশিক্ষার্থীকে গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বুধবার(২৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১টায় দীঘিনালা উপজেলায় গণধর্ষণের প্রতিবাদে স্কুল- কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়
মিছিলটি দীঘিনালা ইউনিয়নের বড়াদম চৌরাস্তায় থেকে শুরু করে বড়াদাম বাজারে এসে শেষ করা হয়। এতে বক্তব্য রাখেন, কলেজ ছাত্র বিভাস চাকমা ও স্কুল ছাত্রী আদর্শী চাকমা বক্তব্য রাখেন। দুই জনের বক্তব্য দিয়ে সমাবেশটি সমাপ্তি করা হয়।
বিভাস চাকমা বলেন, পার্তব্য চট্টগ্রামে পাহাড়িদের অধিকার আদায়ের লক্ষ্য লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে।প্রয়োজনে রাজপথে জীবন উৎসর্গ করে জাতির মুক্তির পথ আদায় করতে।ছাত্র সমাজকে অন্যায়ের প্রতিবাদ করতে সবাইকে সোচ্চার হতে আহবান করেন।
আদর্শী চাকমা বলেন, গত মঙ্গলবার খাগড়াছড়ির জেলায় এক স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার হন। দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দাবি জানান। আগামীকালের পার্বত্য জেলায় আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন বাস্তবায়নের জন্য আহবান করেন।