মো: এনামুল হক,স্টাফ রিপাের্টার:: বেকারত্ম দূরিকরণ, গ্রামীন কৃষি ও অর্থনীতিকে সমৃদ্ধশালী তরার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চক্রপাড়া নারী জলবায়ু সহনশীল কমিটি কর্তৃক বাস্তবায়নাধীন করলিয়া প্রকল্পের সুবিধাভোগীতের মাঝে হাঁস-মুরগি,কবুতর ও শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় রবিবার (১৪ জুলাই ২০২৫) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিদষদ প্রাঙ্গনে এসব বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম। এ সময় মাটিরাঙ্গা কৃষি কর্মকর্তা সবুজ আলী,সংশ্লিষ্ট বিভাগের উপজেলা প্রকল্প সমন্বয়ক মো: কোরবান আলী,প্রাথমিক শিক্ষা ইন্সট্রাক্টর আজগর আলী ও উপকার ভোগিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট বিভাগের উপজেলা প্রকল্প সমন্বয়ক মো:কোরবান আলী জানান, সর্ব মোট ১১৫ সুবিধাভোগির মধ্যে প্রতি জনকে ফলদ গাছের চারা ২টি, ২৫ জন কে ৪টি হাঁস,২৫জন কে ৪টি মুরগী, একই সাথে খাবার ও পানির পাত্র এবং পরিচর্চা খরচ বাবদ ২ হাজার ৫০০ টাকা,২৪জনকে ৪টি করে কবুতর ও ৩ হাজার টাকা,১৫ জনকে ১২ধরনের সবজির বীজ ও পরিচর্চা খরচ বাবদ ২হাজার ৫০০ টাকা পদান করা হবে।
আজকে ১ম ধপে ২৫ জনের মাঝে এসব উপকরণ বিতরণ করা চয়েছে। মাটিরাঙ্গা পৌর সভার ৮নং ওয়ার্ড চক্রপাড়া, ৯ নং ওয়ার্ড কাঁঠাল বাগান ও দক্ষিন মুসলিমপাড়ায় এলাকায় আগামী ১সপ্তাতের মধ্যে তালিকাভুক্ত সকলের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে বলে জানান তিনি। এদিকে জেলা পরিষদের এমন উদ্যোগকে সাধুবাদ ও জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জানিয়ে উত্তর উত্তর সাফল্য কামনা করেন উপকার ভোগিরা।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন