দূর্গম এলাকায় শিক্ষার আলো পৌঁছলে সমাজে বৈষম্য খাকবে না: জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান
মো: সোহেল রানা,স্টাফ রিপোর্টার,দীঘিনালা:: খাগড়াছড়ি দীঘিনালায় মেরুং ইউনিয়ন দূর্গম লম্বাছড়া এলাকায় খাগড়াছড়ি জেলা প্রশাসক স্কুল এন্ড কলেজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর ২০২৪) সকাল সাড়ে ১১টায় দীঘিনালা উপজেলা প্রশাসানের আয়োজনে মেরুং ইউনিয়ন দূর্গম লম্বাছড়া এলাকায় খাগড়াছড়ি জেলা প্রশাসক স্কুল এন্ড কলেজ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুনুর রশীদ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।
এছাড়া আধুনিক জেলা সদর হাসপাতাল সিনিয়র কনসালটেন্ট ডা: নয়ন ময় ত্রিপুরা,দীঘিনালা থানা, অফিসার ইনচাজ মো: জাকারিয়া,দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা, অভিভাবকের পক্ষ থেকে বক্তব্য রাখেন যতীন বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।
ছাত্রছাত্রীদের পক্ষে অভিব্যাক্ত রাখেন মেরিনা চাকমা বলেন, আমি আগে ৭/৮কিলোমিটার দূর্গম হেঁটে মেরুং উচ্চ বিদ্যালয়ে যেতাম, এখন আমাদের পাড়ায় জেলা প্রশাসক স্কুল এন্ড কলেজ হয়েছে। আমি এখন এই স্কুলে পড়ালেখা করে শিক্ষক হতে চাই।
জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান বলেন, দূর্গম এলাকায় শিক্ষার আলো পৌঁছলে সমাজে বৈষম্য খাকবে না। পাহাড়ের দূর্গম এলাকার জনগোষ্ঠি মানুষেরা শিক্ষা দীক্ষা, সামাজিক, অর্থনৈতিক সরকারী সুযোগ সুবিধা থেকে এখনও পিছে পড়ে আছে।
মেরুং ইউনিয়নের দূর্গম লম্বাছড়া মানুষগুলো এখন আর পিছে পড়ে থাকবে না। স্কুলকে কেন্দ্র করে লম্বাছড়া এলাকায় গড়ে তোলা হবে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন গ্রাম, এই স্কুলের মাধ্যমে তৈরি করা হবে কম্পিউটার ল্যাব, প্রশিক্ষণ কেন্দ্র, হাট-বাজার সৃষ্টি হবে গ্রাম শহরের পরিনত হবে।
এছাড়াও দূর্গম এলাকায় এখনও শিক্ষা প্রতিষ্ঠান নাই সেখানে শিক্ষা প্রতিষ্ঠাত গড়ে তোলা হবে। এর আগে সকাল ১১টায় দীঘিনালা উপজেলা পরিষদ চত্বর এর লং টেনিস,বলিবল, বাস্কেট বল, টেবিল টেনিস খেলার মাঠ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান।