সব
facebook raytahost.com
পাহাড়ে অশান্তির বিষবাষ্প ছড়াচ্ছে প্রসীতপন্থী ইউপিডিএফ'রা | Protidiner Khagrachari

পাহাড়ে অশান্তির বিষবাষ্প ছড়াচ্ছে প্রসীতপন্থী ইউপিডিএফ’রা

পাহাড়ে অশান্তির বিষবাষ্প ছড়াচ্ছে প্রসীতপন্থী ইউপিডিএফ’রা

ইউপিডিএফ গণতান্ত্রিক এর ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় -মিটন চাকমা

আল-মামুন:: প্রসীতপন্থী ইউপিডিএফ’রা পাহাড় ধ্বংসের পাশাপাশি অশান্তির বিষবাষ্প ছড়াচ্ছে দাবি করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক মিটন চাকমা বলেছেন, পাহাড়ের শান্তি চায় না ইউপিডিএফ।

তিনি এসময় বলেন,গত ১০ নভেম্বর বাংলাদেশ থেকে ভারত গিয়ে গতকাল ১৪ নভেম্বর আগরতলা থেকে সাড়ে ৪টায় দিল্লির উদ্দেশ্য রওনা করে। তাদের উদ্দেশ্য ভারতে লবিষ্ট নিয়োগ করে পাহাড় অরাজকতা সৃষ্টির খেলায় মেতে উঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তারা গোপনে বৈঠক,চাঁদাবাজি করে জুম্ম জাতির সাথে তামাশা করছে বলেও জানান সংগঠনের সিনিয়র নেতারা। শুক্রবার (১৫ই নভেম্বর ২০২৪) সকালে সুর্যশিখা ক্লাব মাঠে খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক এর ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা আলোচনা সভায় বক্তব্যে বক্তারা এসব কথা বলেন।

সংগঠনটির সমন্বয়ক সুলেন চাকমার সঞ্চালনায় খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি আলোকময় চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক মিটন চাকমা।

সন্তু লারমাকে রাঙামাটি থেকে বিতারিত করতে একত্তরের কথা বলে তারা অরাজকতা সৃষ্টির কথা বলে আসলেও মুলত তাদের উদ্দেশ্য ভিন্ন। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা,শক্তিমান চাকমাসহ অংস্য নেতাকর্মীদের হত্যার অভিযোগ তুলেন। একই সাথে প্রসীতপন্থী ইউপিডিএফ’কে আর ছাড় না দেয়ারও ইঙ্গিত দেন বক্তারা।

জুম্ম জাতির অধিকারের কথা বলেন প্রসীত নেতৃত্বাধীন ইউপিডিএফ হত্যা,চাঁদাবাজি ও পাহাড় ধ্বংসের রাজনীতি করছে এবং শান্তির নামের অশান্তির বিষবাষ্প ছড়াচ্ছে বলে অভিযোগ করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন,ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সমন্বয়ক সারমিন চাকমা, জ্যোতিষ দেওয়ান এতে বক্তব্য রাখেন। এ সময়, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমাসহ সিনিয়র নেতাককর্মীরা এতে অংশ নেন।

“সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূণাঙ্গ বাস্তবায়নের জন্য বৃহত্তর জুম্মজাতীয় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন” স্লোগানে এ আয়োজন করে। সভার শুরুতে পাটির জন্য আত্মত্যাগিদের জন্য শুদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

আপনার মতামত লিখুন :

মাটিরাঙ্গায় বর্ষবরণে বর্নাঢ্য শোভাযাত্রা

মাটিরাঙ্গায় বর্ষবরণে বর্নাঢ্য শোভাযাত্রা

ত্রিপুরা নেতারা নিজ জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করেনি

ত্রিপুরা নেতারা নিজ জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করেনি

ফ্যাসিস্ট আ:লীগের স্থান বাংলার জমিনে হবেনা

ফ্যাসিস্ট আ:লীগের স্থান বাংলার জমিনে হবেনা

বান্দরবান আ.লীগের সম্পাদক লক্ষীপদ গ্রেফতার

বান্দরবান আ.লীগের সম্পাদক লক্ষীপদ গ্রেফতার

স্বাধীনতা ও জাতীয় দিবসে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র শ্রদ্ধা

স্বাধীনতা ও জাতীয় দিবসে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র শ্রদ্ধা

লংগদুতে ইউপিডিএফ (গনতান্ত্রিক) কার্যালয় শুভ উদ্ধোধন

লংগদুতে ইউপিডিএফ (গনতান্ত্রিক) কার্যালয় শুভ উদ্ধোধন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com