শামীমা আক্তার রুমি,স্টাফ রিপাের্টার,গুইমারা:: খাগড়াছড়ির গুইমারায় উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা কার্যালয়। শুক্রবার (১৩ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১১ টায় দিকে গুইমারা কুদ্দুস মার্কেটের ৩য় তলায় এই কার্যালয়ের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খাগড়াছড়ি পার্বত্য জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।
খাগড়াছড়ি জেলা ছাত্র শিবির এর সাবেক সভাপতি আবু বকর ছিদ্দিক’র পরিচালনায় গুইমারা উপজেলা জামায়াতের আমির ডা: রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিবাদি সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীদের উপর অত্যাচারের স্টীম রোলার চালিয়েছিলো।
জামায়াতের শীর্ষ নেতাদের জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ জামায়াত শিবিরের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে। এতো কিছুর পরও জামায়াত থেমে থাকেনি। জামায়াতের জনশক্তি আল্লাহর এই জমিনে আল্লার দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকল বাধা উপেক্ষা করে এগিয়ে গেছে।
একই সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ ইউসুফ, জামায়াত নেতা এডভোকেট ইব্রাহিম মনির, সাজেদুর রহমান, খাগড়াছড়ি কওমি ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ওসমান গণি, ইসলামি ছাত্র শিবিরের গুইমারা উপজেলা সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মইন উদ্দিন প্রমুখ।