সব
facebook raytahost.com
প্রতিষ্ঠার ২৬ বছরে ইউপিডিএফ'র বার্তা | Protidiner Khagrachari

প্রতিষ্ঠার ২৬ বছরে ইউপিডিএফ’র বার্তা

প্রতিষ্ঠার ২৬ বছরে ইউপিডিএফ’র বার্তা

প্রেস বিজ্ঞপ্তি:: পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ ২৬ ডিসেম্বর ২০২৪ সালের এই দিনে ১৯৯৮ সালের আজকের এই দিন থেকে পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দল পাহাড়ে যাত্রা শুরু করে।

ঢাকায় পার্বত্য চট্টগ্রামের তিন গণতান্ত্রিক সংগঠন (পাহাড়ি ছাত্র পরিষদ, পাহাড়ি গণপরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন) এর যৌথ উদ্যোগে এক পার্টি প্রস্তুতি সম্মেলনের মাধ্যমে গঠিত হয় ইউপিডিএফ। পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন বিষয়ে ভূমি,স্থানীয়দের নানান দিকসহ সংগঠনের নেতাকর্মীদের নির্যাতনের বিরুদ্ধে সংগঠনটি সক্রিয় আন্দোলন করতে দেখা যায়। তাদের নিজ দলের এ পর্যন্ত সাড়ে তিনশ’র অধিক নেতা-কর্মী-সমর্থক খুন-গুমের শিকার হওয়ার পরও ইউপিডিএফ দমে যায়নি বলে একটি সূত্র জানায়।

ইউপিডিএফ অষ্টম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। বিগত ২০০৬ সালে জাতীয় কংগ্রেস আয়োজনের মাধ্যমে ইউপিডিএফ ৬ দফা মৌলিক দাবিনামা, ১৬ দফা সম্পুরক দাবিনামা ও ২০ দফা কর্মসূচি গ্রহণ করে সংগঠনটি। এখন সেই ভিত্তিতে ইউপিডিএফ তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত জনগণের বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে পূর্ণস্বায়ত্তশাসন আদায়ের লড়াই চালিয়ে যেতে ইউপিডিএফ বদ্ধ পরিকর। যতই নিপীড়ন-নির্যাতন নেমে আসুক না কেন ইউপিডিএফের ন্যায়সঙ্গত আন্দোলন কিছুতেই স্তব্ধ করা যাবে না– এমনই প্রত্যয় দলটির নেতা-কর্মীদের। এদিকে, ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউপিডিএফ সভাপতি প্রসিত খীসা সংবাদ মাধ্যমে জনগণের উদ্দেশ্যে এক বার্তা দিয়েছেন।

প্রদত্ত বার্তায়, তিনি ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত দুর্বল, এ সরকারের অধীনে পার্বত্য চট্টগ্রামের জাতিসত্তাসমূহ অনিশ্চয়তা, আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশের অন্যত্রও অবস্থা সংকটাপন্ন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও অব্যবস্থার কারণে গার্মেন্টেসের শ্রমিক, পেশাজীবী ও সাধারণ খেটে-খাওয়া মানুষের জীবন ধারণ ক্রমেই কঠিন হয়ে পড়ছে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের অপরিণামদর্শী মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে দেশের অভ্যন্তরে নানা বিতর্ক, সংকট তৈরি হচ্ছে এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কেও টানাপোড়ন চলছে বলে মন্তব্য করেছেন।

বার্তায় তিনি ফ্যাসিস্ট হাসিনা উৎখাত হলেও পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি, বরং ফ্যাসিস্ট সরকারের দোসররা গুরুত্বপূর্ণ সংস্থায় বহাল তবিয়তে থেকে আগের মতোই নাশকতা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠিত হওয়ার আহ্বান জানান।

প্রদত্ত বার্তায় প্রসিত খীসা পার্বত্য চট্টগ্রাম নিয়ে উগ্র সাম্প্রদায়িক জঙ্গীবাদী গোষ্ঠীসমূহের উস্কানিমূলক কথাবার্তা ও আগ্রাসী তৎপরতার ব্যাপারেও গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দেশের গণতান্ত্রিক শক্তিকে এ ধরনের অপতৎপরতার ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ইউপিডিএফ-এর দলীয় পতাকা উত্তোলন, অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের শ্রদ্ধা নিবেদন, শিশু র‌্যালি, আলোচনা সভা, মতবিনিময়-চা চক্র সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

প্রতিষ্ঠাবার্ষিকীকে উপলক্ষ করে ইতোমধ্যে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সেতু নির্মাণ-রাস্তা সংস্কার, জনগণের কাজে সহযোগিতা প্রদানসহ জনসেবামূলক নানা কার্যক্রম, গ্রাফিতি অঙ্কন, দেওয়াল লিখন-চিকা মারা, পোস্টারিং, ফেস্টুন টাঙানো, কয়েকটি স্থানে শিশু র‌্যালি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করতে হবে

ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করতে হবে

দীঘিনালায় মহিলা দলের উঠান বৈঠক

দীঘিনালায় মহিলা দলের উঠান বৈঠক

শেখ হাসিনার ৬ মাসের কারাদন্ড

শেখ হাসিনার ৬ মাসের কারাদন্ড

বিএনপির নতুন সদস্য নবায়নের উদ্বোধন

বিএনপির নতুন সদস্য নবায়নের উদ্বোধন

খাগড়াছড়িতে এনসিপি’র মশাল মিছিল

খাগড়াছড়িতে এনসিপি’র মশাল মিছিল

বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়নের উদ্বোধন

বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়নের উদ্বোধন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com