সব
facebook raytahost.com
পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদারের আহ্বান | Protidiner Khagrachari

পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদারের আহ্বান

পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদারের আহ্বান

প্রেস বিজ্ঞপ্তি:: শত শহীদের আত্মবলিদান, অগণিত মা-বোনের সম্ভ্রমহানি, হাজার হাজার বাপ-ভাইয়ের নির্যাতন নিপীড়নের শিকার হওয়া এবং লাখো জুম্ম জনতার স্বপ্নের ফসল ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তারিখে সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, জুম্ম জনগণের স্বপ্ন ভঙ্গ হতে বেশি সময় লাগেনি।

শাসকগোষ্ঠীর নীল নকশা মোতাবেক চুত্তি সম্পাদনের এক বছরের মাথায় ইউপিডিএফ নামে চুক্তি বিরোধী সংগঠনের আত্মপ্রকাশের মধ্য দিয়ে চুক্তি বাস্তবায়নের রাস্তা বন্ধ করার আয়োজন করা হয়। এরা মুখে পূর্ণ স্বায়ত্ত্বশাসনের কথা বললেও গঠনের পর হতে হালকা ও চটুল কিছু কর্মসূচী দিয়ে রাজপথে আন্দোলন চালালেও পূর্ণ স্বায়ত্ত্বশাসনের আন্দোলনের বেলায় তাদের অর্জন এই ২৬ বছর পরও শূণ্য। তাই এটা দিবালোকের মতো পরিষ্কার যে, তারাই হচ্ছে চুক্তি বাস্তবয়নের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক। এজন্য অবশ্যই জুম্ম জাতির কাছে ইউপিডিএফকে ক্ষমা চাইতে হবে বলে আমরা মনে করি।

মুখে বড় বড় বুলি আওড়ালেও প্রতিষ্ঠার দীর্ঘ দুইযুগ পর তাদের অগ্রগতি একজন সেনাবাহিনীর সেই অবসরপ্রাপ্ত মেজরের নিকট তাদের কল্পিত দাবীনামার কপি হস্তান্তর করা পর্যন্ত বলবৎ। অর্থাৎ দল গঠনের পর তারা এমন কোন শক্তি দেখাতে পারেনি বা সরকারের নিকট বল প্রয়োগ করতে পারেনি যে, সরকার বাধ্য হয়ে তাদের সাথে আলোচনায় বসবে। বরং এটাই সত্য যে, দীর্ঘ দুইযুগ তথাকথিত আন্দোলন করেও সরকারের টনক নাড়াতে বা দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয়ে অনেকটা বাধ্য হয়েই তারা সেই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজরের শরণাপন্ন হয়েছিল।

এটা নির্দ্বিধায় বলা যায় রাজনৈতিক খেলার মাঠে ইউপিডিএফ খেলার বদলে জনগণকে ডিগবাজি দেখিয়ে চলেছে। তারা মুখে পূর্ণ স্বায়ত্ত্বশাসনের কথা বললেও মূলতঃ আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান এবং সদস্য হওয়ার জন্য মরিয়া হয়েছে। এসব ক্ষেত্রে তাদের পূর্ণ স্বায়ত্ত্বশাসনের চিন্তা থাকে না বরং ধান্দাবাজির চিন্তা মুখ্য হয়ে ওঠে। বলা যায় দল গঠনের ২৬ বছর পরও ইউপিডিএফ নিজের অবস্থান স্বচ্ছভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে।

আমরা মনে করি, ইউপিডিএফ’র উচিত আড়ালে না থেকে রাখঢাগ না করে সময়োপযোগী কর্মসূচী নিয়ে আন্দোলন পরিচালনা করতে। তা নাহলে দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে জুম্মজাতির ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার কারণে জাতি কোনদিনই তাদের ক্ষমা করবে না। তাই আসুন ভাঁওতাবাজদের পরিহার করে চুক্তি বাস্তবায়নের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান সংগঠনটি। ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) তথ্য ও প্রচার বিভাগ এ তথ্য জানান।

আপনার মতামত লিখুন :

অবৈধ মেলা বন্ধে প্রশাসনের নীরবতা

অবৈধ মেলা বন্ধে প্রশাসনের নীরবতা

অবৈধ মেলার নেশায় প্রাণ গেলো কলেজ ছাত্রের

অবৈধ মেলার নেশায় প্রাণ গেলো কলেজ ছাত্রের

খাগড়াছড়িতে আসছে নতুন ডিসি

খাগড়াছড়িতে আসছে নতুন ডিসি

শিক্ষা,স্বাস্থ্যসহ জনকল্যাণে এগিয়ে যাবে খাগড়াছড়ি

শিক্ষা,স্বাস্থ্যসহ জনকল্যাণে এগিয়ে যাবে খাগড়াছড়ি

শতাধিক স্পর্টে অবৈধ বালু উত্তোলনে দায় কার !

শতাধিক স্পর্টে অবৈধ বালু উত্তোলনে দায় কার !

রাইস ট্রান্সপ্লান্টার‘র মাধ্যমে ধান রোপন উদ্বোধন

রাইস ট্রান্সপ্লান্টার‘র মাধ্যমে ধান রোপন উদ্বোধন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com