আল-মামুন:: খাগড়াছড়ির জিরোমাইল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এ সময় বাংলােদশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোনের পক্ষ থেকে তুলে দেয় যায় খাদ্য সামগ্রী। সোমবার (২৬ আগস্ট ২০২৪) দুপুরে ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণের ডেউটিন তুলে দেন খাগড়াছড়ি সদর জোন (৩০ বীর) এর অধিনায়ক লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল পিএসসি।
এ সময় জোন (৩০ বীর) এর উপ অধিনায়ক মেজর মোঃ সিদ্দিকুল ইসলাম পিএসসি,ক্যাপ্টেন ফয়সাল,জিরোমাইল ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট সিনিয়র অফিসার মো. রফিক,উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুল হক,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বন্যা দূর্গত মানুষদের পুনর্বাসন ও ত্রান বিতরণ কার্যক্রমের সমন্বয়ক মো. মোবারক প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি বলেন, বন্যা দূর্গতদের পাশে দাঁড়ানো সকলের মানবিক দায়িত্ব। সকলে মিলেমিশে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালে সংকট কেটে যাবে। বাংলাদেশ সেনাবাহিনী,বিদ্যানন্দ ফাউন্ডেশনসহ স্বেচ্ছােসবী সংগঠনগুলোর মহতী উদ্যোগের প্রশংসা করে তিনি বাংলাদেশ সেনাবাহিনী সকল দূর্যোগে পাশে আছে,ছিলো এবং আগামীতে থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। একই সাথে এমন সংকটকালে সকলকে মানবিক কাজে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।